দীপিকা অপেশাদার, আকাশছোঁয়া পারিশ্রমিক চান’, দীপিকার সঙ্গে বনিবনা হচ্ছে না ‘নারীবিদ্বেষী’

বঙ্গার ছবিতে শক্তিশালী নারীচরিত্র বলতে কেউই নেই। তবে তাঁর পরবর্তী ছবি ‘স্পিরিট’-এ নাকি অভিনয় করার কথা ছিল দীপিকার।

২০২৩ সালে বলিউডে প্রত্যাবর্তন হয় শাহরুখ খানের। পর পর তিনটি ছবি মুক্তি পায় তাঁর। তার মধ্যে দু’টি ছবি বক্স অফিসে হিট। দু’টি ছবিতেই রয়েছেন দীপিকা পাড়ুকোন। এমনও শোনা যায়, শাহরুখ নাকি দীপিকাকে তাঁর ‘লাকি চার্ম’ বলে মনে করেন। তাই আসন্ন ছবি ‘কিং’-এও দীপিকা থাকছেন বলেই শোনা যাচ্ছে। এমন ‘লাকি চার্ম’কে নাকি বাদই দিয়ে দিলেন সন্দীপ রেড্ডি বঙ্গা।

‘কবীর সিংহ’, ‘অ্যানিম্যাল’-এর মতো ছবি পরিচালনা করে সমালোচনার শিকার হয়েছেন সন্দীপ রেড্ডি বঙ্গা। ছবিগুলি বক্স অফিসে সাড়া ফেললেও তীব্র সমালোচনার মুখে পড়েছে। এমনকি, বঙ্গা পেয়েছেন ‘নারীবিদ্বেষী’ তকমা। তাঁর ছবিতে নারীরা কেবলই পুরুষের ছায়াসঙ্গী অথবা অত্যাচারিত। বঙ্গার ছবিতে শক্তিশালী নারীচরিত্র বলতে কেউই নেই। তবে তাঁর পরবর্তী ছবি ‘স্পিরিট’-এ নাকি অভিনয় করার কথা ছিল দীপিকার। প্রভাসের বিপরীতে তাঁকেই দেখা যাবে বলে শোনা যাচ্ছিল। কিন্তু বাদ পড়তে হল অভিনেত্রীকে।

বাস্তবে দীপিকা বরাবর স্পষ্টবাদী বলে অনেকেই জানেন। তাঁর কথাবার্তাতেও বোঝা যায়, তিনি দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। তাই কি বঙ্গার সঙ্গে বনিবনা হল না তাঁর? উঠছে প্রশ্ন। শোনা যাচ্ছে, দীপিকার ‘অপেশাদার’ আচরণের জন্যই নাকি ছবি থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। ছবির জন্য নাকি আট ঘণ্টার বেশি শুটিং করবেন না বলে প্রথমেই জানিয়ে দেন দীপিকা। তার পাশাপাশি বড় অঙ্কের পারিশ্রমিকও চেয়েছিলেন তিনি। এমনকি, ছবির লভ্যাংশেরও ভাগ চেয়েছিলেন দীপিকা। ছবিটি ভিন্ন ভাষায় মুক্তি পাবে। তবে দীপিকা তেলুগু ভাষায় সংলাপ বলতে রাজি হননি।

এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই হাতে ২০ কোটি টাকার পারিশ্রমিক পাওয়ার কথা ছিল দীপিকার। কিন্তু তা আর হচ্ছে না। দীপিকার জায়গায় অন্য নায়িকার খোঁজ করছেন সন্দীপ। তবে এই বিষয়ে এখনও কেউই মুখ খোলেননি।

3 thoughts on “দীপিকা অপেশাদার, আকাশছোঁয়া পারিশ্রমিক চান’, দীপিকার সঙ্গে বনিবনা হচ্ছে না ‘নারীবিদ্বেষী’”

Leave a Comment