জনসমক্ষে ‘অপমানিত’ জাহ্নবী! কান-এ হাঁটার পরেই নায়িকার হয়ে জবাব দিলেন পরিচালক নীরজ
সমাজমাধ্যমে বিপুল কটাক্ষের শিকার হন জাহ্নবী। তারকা সন্তান হওয়ার জন্য তাঁকে নিয়ে ভ্রু কুঁচকেছেন অনেকেই। কখনও আবার চেহারার গড়ন, কখনও বা তাঁর অভিনয়ের জন্য নানা বাক্যবাণে বিদ্ধ হন শ্রীদেবী-কন্যা। জনসমক্ষে জাহ্নবী কপূরকে অপমান করা হয়েছে বলে দাবি করলেন পরিচালক নীরজ ঘেওয়ান। নীরজের ছবি ‘হোমবাউন্ড’ প্রদর্শিত হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। এতে অভিনয় করেছেন জাহ্নবীও। কানের লাল … Read more