‘হেরাফেরি’ ছবির বাবুরামকে চাইলেও কেউ ভুলতে পারবেন না। তবে খবর বলছে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে দেখা যাবে না পরেশ রাওয়ালকে।

আইনি জটিলতায় অভিনেতা পরেশ রাওয়াল। দিন কয়েক আগেই অভিনেতা জানিয়েছিলেন, তিনি ‘হেরা ফেরি ৩’-এ কাজ করবেন না। এই সিদ্ধান্তের জন্য অভিনেতাকে যে এত ঝামেলায় পড়তে তা হয় তো নিজেই কল্পনা করেননি। অভিনেতা অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থার তরফে উঠল আরও এক অভিযোগ। এই সিদ্ধান্ত নেওয়ার আগে ছবির টিজা়রের শুটিং করেছিলেন অভিনেতা৷ সে জন্য মোটা টাকা পারিশ্রমিকও নিয়েছিলেন৷ অক্ষয়ের সংস্থার দাবি পরেশকে ১১লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছিল। তার পর আচমকাই ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত ঘোষণা করেন পরেশ। এ দিকে ছবিতে অভিনয় না করলেও টিজারের সেই ১১লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার বিষয়ে উচ্চবাচ্য করেননি পরেশ।
প্রযোজকের দাবি, তখন সৃজনশীল মতপার্থক্যের কোনও কথা ওঠেনি। তার পর আচমকা ছবিটি কেন না করার সিদ্ধান্ত নিয়েছেন পরেশ তা কারও জানা নেই৷
তাই অভিনেতার বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা করা হয়েছে। ইতিমধ্যে আইনি নোটিস চলে গিয়েছে পরেশের কাছে। মার্চের ২৫ তারিখ চুক্তিতে সই করার পর অভিনেতার এই সিদ্ধান্ত অনেকটাই ক্ষতি করেছে প্রযোজকের। গত সপ্তাহেই পরেশ জানিয়ে দিয়েছিলেন, তিনি এই কমেডি ছবিতে অভিনয় করছেন না। কারণ হিসাবে তেমন স্পষ্ট কিছু না জানালেও বুঝিয়ে দিয়েছিলেন, তাঁর ভাল লাগছে না কাজ করতে। আর তার পরেই অনুরাগীদের মধ্যে ছবি নিয়ে উৎসাহে ভাটা পড়ে।
‘হেরা ফেরি’ ফ্র্যানচাইজ়ির তৃতীয় ছবিটি পরিচালনা করছেন বর্ষীয়ান পরিচালক প্রিয়দর্শন। তবে এ বার প্রযোজক ফিরোজ় নাদিয়াওয়ালার কাছ থেকে স্বত্বাধিকার কিনে নিয়েছিলেন অক্ষয়। তৃতীয় ছবিটি তাঁর প্রযোজনায় তৈরি হচ্ছিল। অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালকে নিয়ে শুটিং শুরু হয়ে গিয়েছিল গত এপ্রিল মাসেই। এরই মধ্যে হঠাৎ পরেশ ঘোষণা করেন তিনি সরে দাঁড়াচ্ছেন। স্পষ্ট করে দেন, কাজ নিয়ে বা অর্থ সংক্রান্ত কোনও মতবিরোধ ঘটেনি তাঁর সঙ্গে। সূত্রের খবর, প্রায় তিনগুণ পারিশ্রমিক পাচ্ছিলে পরেশ এই ছবির জন্য।
2 thoughts on “মোটা পারিশ্রমিক নেওয়ার পরও পরেশের এই সিদ্ধান্ত! ‘বাবুরাও’-কে কত টাকা দিয়েছিলেন অক্ষয়?”